ফুরফুরা শরীফের পীরজাদা শনিবার খুলনা যাচ্ছেন

প্রকাশিত: 24/01/2020

ঝিনাইদহ প্রতিনিধি:

ফুরফুরা শরীফের পীরজাদা শনিবার খুলনা যাচ্ছেন

জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ও ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর পৌত্র ওপীরে কামেল আল্লামা বাকী বিল্লাহ সিদ্দিকী (রহঃ) একমাত্র সাহেবজাদা পীরজাদা জবিহহুল্ল¬াহ সিদ্দিকী (মাদ্দাঃ) শনিবার এক ঝটিকা সফরে খুলনা যাচ্ছেন। খুলনায় অবস্থান কালে তিনি একাধিক দোয়ার মাহফিলে শরীক হবেন। শনিবার বিকাল থেকে রোববার বিকাল পর্যন্ত পীরজাদা খুলনাস্থ  ৩২ নং শামসুর রহমান রোডের পীর বাকী বিল্লাহ ভবনে অবস্থান করবেন। জমিয়তে জাকেরীনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

আরও পড়ুন

×