প্রকাশিত: 24/01/2020
সিলেটের বিশ্বনাথে পরিবেশ দুষণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইন-চার্জ (ওসি) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর, চকরাম প্রসাদ, কাদিপুর, দশদলল ও লামারচক গ্রামের তিন শতাধিক লোক স্বাক্ষরিত এ স্বারকলিপি প্রদান করা হয়েছে। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, লামাকাজি-সুনামগঞ্জ ও বিশ্বনাথ-জগন্নাথ পুর সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।কিন্তু উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের আজিজনগর গ্রামের রাস্তার পাশে সড়ক সংস্কার কাজের গালা পুড়ানোর মেশিন বসানো হয়েছে। অত্র এলাকায় অবস্থিত স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, একাডেমী ও ইটভাটা রয়েছে। এতে গালা পোড়ানোর কারনে এলাকার পরিবেশ দুষিত হচেছ। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের অবহিত করেন। এতে তারা কোন কর্ণপাত করেননি।গালার মেশিনের ধোঁয়ার কারনে এলাকার লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।ফলে গালা পুড়ানোর মেশিন অন্যত্র সরিয়ে নেয়ার দাবী জানান এলাকাবাসী।।