ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষুশিবির

ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষুশিবির

দিনাজপুরের ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের ও রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের যৌথ উদ্যোগে ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় গতকাল শনিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চক্ষুশিবির উদ্বোধন করেন সাবেক সেনা প্রধান লে. জেনারেল বীরপ্রতিক হারুন উর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সভাপতি সালমা মাসুদ, সাবেক সভাপতি করীমুল হক তালুকদার, মোস্তাফিজুর রহমান সামাজিক উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের সদস্য সচিব ও রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সদস্য ফারজানা রহমান শিমলা, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সদস্য মাশরুফা হোসাইন প্রমুখ।

এতে সন্ধানী জাতীয় চক্ষুদান হাসপাতালের চিফ কনসালট্যান্ট প্রফেসর মালিক ইফতখার সিদ্দিকী’র নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট টিম চক্ষুসেবা প্রদান করেন।

চক্ষুশিবিরে এলাকার প্রায় ৩ শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেন।

আরও পড়ুন

×