প্রকাশিত: 25/01/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার দুপুর ১২টায় ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এলুয়ারী ইউনিয়নের জলপাইতলী বাজারে আয়োজিত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রæতা নয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ভোলানাথ রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার মো. শেখ শহীদ।
এছাড়াও বক্তব্য রাখেন ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের সভাপতি মিলন সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য তরিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, আনিসুর রহমান, মোস্তাফিজার রহমান, সাদেকুল ইসলাম, ফারুক জামান, বিদ্যুৎ সরকার প্রমুখ।
শেষে কৃতি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।