প্রকাশিত: 25/01/2020
আজ লক্ষীপুরের কমলনগরে সারাদেশের মতন উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলার লক্ষে ২০১৫ সাল থেকে এ নির্বাচন হচ্ছে । এই নির্বাচনে সকল দায়িত্ব পালন করেন ছাত্রীরা ।
এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চা, একে অপরকে সহযোগিতা , শ্রদ্ধা-প্রদর্শন , শতভাগ শিক্ষার্থী ঝরেপড়া, পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিত , ক্রীড়া সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, এফ, এম ওয়াজেদ তালুকদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন মনিটরিং করেন। একটি প্রতিষ্ঠানের নির্বাচনী অবস্থা তুলে ধরা হলো।
প্রতিষ্ঠানটি হলো কমলনগরের নদী ভাঙ্গন কবলিত এলাকার কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয় এ প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সকাল ৯ টায় আরম্ভ হয় ।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাহিদুর রহমান , সহকারী নির্বাচন কমিশনার হচ্ছে নবম শ্রেণীর জেনিবা আলম তানহা এবং অষ্টম শ্রেণীর মহিন। প্রার্থী দের মধ্যে চার জন ছাত্রী । মোট ভোটার সংখ্যা ৩৬৪ জন ।
প্রদত্ত ভোট ২৩৬ , ভোটের হার৬৪.৮৩% ।প্রিজাইডিং অফিসার হচ্ছে দশম শ্রেণীর সজিব হোসেন নবম শ্রেণীর মোঃ রুবেল দায়িত্ব পালন করেন ।
নির্বাচিতদের তালিকা প্রথম হয়েছে নবম শ্রেণী বেলাল প্রাপ্ত ভোট ১৫০, দ্বিতীয় অ ষ্টম শ্রেণির মোহাম্মদ রহমান প্রাপ্ত ভোট ১২৩, তৃতীয় ফাহিমা আক্তার দশম শ্রেণি প্রাপ্ত ভোট ১০২ , চতুর্থ আব্দুর রহমান দশম শ্রেণি প্রাপ্ত ভোট ১০০ , পঞ্চম শাকিল মাহমুদ প্রাপ্ত ভোট ৯২ , ষষ্ঠ হয় নিশু আক্তার ষষ্ঠ শ্রেণি প্রাপ্ত ভোট ৯১ , সপ্তম সালমা জাহান আখি ষষ্ঠ শ্রেণি প্রাপ্ত ভোট ৯০, অষ্টম মাইনুর আক্তার লিজা নবম শ্রেণী প্রাপ্ত ভোট ৮৪ ।
প্রধান নির্বাচন কমিশনার নাহিদুর রহমান ভোট গণনা শেষে সবার সম্মতিক্রমে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা দেন । এই নির্বাচনটি সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন মাহমুদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে ।