প্রকাশিত: 26/01/2020
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ রবিবার (২৬ই জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউসে জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হচ্ছে।
বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এম,পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মেফতাহ উদ্দিন খান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে,কর্ণেল সেলিম রেজা,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন, মুখ্য আলোচক ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
এর আগে বিশেষ অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বেনাপোল কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, স্টাফ এসোসিয়েশনের সদস্যদের নিয়ে বিশাল এক র্যালী বেনাপোল বাজার প্রদিক্ষন করে কাস্টমস হাউসের মাঠে এসে শেষ হয়। এর পর পায়রা ও বেনুল উড়িয়ে বিশেষ অতিথি কাস্টমস দিবসের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।