প্রকাশিত: 26/01/2020
‘প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, আমাদের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে রোববার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীসহ অন্যান্যরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, তালাত তাসনিম, সানজিদা শারমিন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার নাইম সিদ্দিকী, নবগঙ্গা ইনস্টি্িটউটের অধ্যক্ষ হাফিজুর রহমান, ল্যাপরোসি মিশন ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মাসুমা পারভীন, উই এর পরিচালক শরিফা খাতুন।এসময় বক্তারা, কুষ্ঠ রোগ দেশ থেকে দুর করতে রোগিদের অবহেলা না করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।