রাঙ্গুনিয়াস্থ শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম আবির্ভাব স্মরন মহোৎসব পালিত !

রাঙ্গুনিয়াস্থ শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম আবির্ভাব স্মরন মহোৎসব পালিত !

গত ২৩ ও ২৪ জানুয়ারি রাঙ্গুনিয়াস্থ শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সে ২দিন ব্যাপি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২তম আবির্ভাব স্মরন মহোৎসব মহা সারম্ভরে উদযাপিত হয় !

২৩ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা প্রার্থনার পর অনুষ্টিত হয় স্বস্তিসেবক সন্মেলন এবং শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান !সৎসঙ্গ কমপ্লেক্সের সভাপতি শ্রী প্রদীপ দত্ত মহোদয়ের সভাপতিত্বে এবং সুজন দত্ত মহোদয়ের সঞ্চালনায় উদ্ভোদক ছিলেন শ্রী মদন দাশ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দুর্জয় দত্ত ,প্রধান আলোচক হিসেবে ছিলেন ডাঃ পাপরি কারন ,সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া স্বনির্ভর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুউল্লাহ ,ইউপি সদস্য অভিজিত দে অভি মহোদয় ,মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইল ডাঙ্গা মন্দিরের সম্পাদক শ্রী নিখীল দত্ত ,শ্রী ধনঞ্জয় দে ,শ্রী রুবেল দাশ প্রমুখ!স্বাগত আলোচনা করেন কমপ্লেক্স সম্পাদক শ্রী উৎপল দে  ৷

পরদিন ২৪ জানুয়ারী শুক্রবার সকাল বেলা শ্রীমদ্ভগদগীতা ও সত্যানুসরন প্রতিযোগীতা অনুষ্টিত হয় !বিশ্বমঙ্গল কামনায় বিনতি প্রার্থনার পর অনুষ্টিত হয় মহতি ধর্মীয় সন্মেলন ও পুরস্কার বিতরনি অনুষ্টান !কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা শ্রী অরুন কান্তি বৈদ্য মহোদয়ের সভাপতিত্বে এবং শ্রী শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় উদ্ভোদক ছিলেন কমপ্লেক্স পুরোহিত ডাঃ শ্রী রাখাল চক্রবর্তী ,প্রধান অতিথি ছিলেন গোসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরের সভাপতি শ্রী নির্মল কান্তি দেবনাথ লিটন মহোদয় ,প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বৈদিক পরিষদের সভাপতি ,বাগ্মীপ্রবর অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয় !আলোকিত অতিথি ছিলেন ৩নং স্বনির্ভর ইউনিয়নের ইউপি সদস্য শ্রী ত্রিদীপ কুমার দে মহোদয় ,মহান অতিথি ছিলেন সহ প্রতি শ্রী দোলন কুমার দে ,সহ প্রতি শ্রী ননীগৌপাল দেবনাথ ,শ্রী তপন চক্রবর্তী মহোদয় !

অতিথি ছিলেন শ্রী রাজীব শীল ,শ্রী প্রদীপ দত্ত ,শ্রী রুপঙ্কর সেন প্রমুখ !সন্ধ্যা প্রার্থনার পর সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের আলোকে গীতি নাট্য এবং শ্রী অলোক দেবনাথের পরিবেশনায় ভজনকীর্তন অনুষ্টিত হয় !২ দিন ব্যাপী অনুষ্টানে বিপুল ভক্ত আনন্দবাজারে প্রসাদ গ্রহন করেন এবং অনেকে সৎনামে দীক্ষা গ্রহন করেন !!

আরও পড়ুন

×