প্রকাশিত: 28/01/2020
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ভুমি মন্ত্রণালয়ের অধীন পুষনী গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীন সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত পুষনী গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার বিকালে। সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম ফিতা কেটে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। ২৫টি দুস্থ পরিবারের সদস্যদের হাতে নির্মিত ঘর, ঘরের দলিল, দু’টি করে গাছের চারা ও শীত বস্ত্র প্রদান করা হয় এ অনুষ্ঠানে।লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়নের ২৫টি ভুমিহীন পরিবারের জন্যে প্রায় ৪৭ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত করা হয় এ প্রকল্পটি। উপজেলা প্রশাসনের আয়োজনে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফজলুল করিম , সিলেট বিভাগীয় কমিশনার কারযালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাতেমা-তুজ জোহরা , বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির আহমদ কুব্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পুষনী গুচছগ্রাম প্রকল্পের সুবিধাভুগী মোশাহিদ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, খাজাঞ্চি ইউনিয়ন ভুমি কর্মকর্তা আব্দুশ শুকুর, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিন আহমদ, কবি মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা নুর উদ্দিন, জলাল মিয়া, আজিজুর রহমান মনর, ব্যবসায়ী শাহাব উদ্দিন, আলী হোসেন, সংগঠক সায়েস্তা মিয়া ও মাসুদ আহমদ প্রমুখ।