প্রকাশিত: 30/01/2020
সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট।
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সদস্য জনাব ইমদাদুল হক সেলিম, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবু ওবায়দাসহ আরও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। খেলাধুলায় ১৮টি ইভেন্ট আর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫টি ইভেন্ট নিয়ে সাজানো হয় আয়োজনটি।
মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ছিল বিশেষ ইভেন্ট। একক নাটিকায় অধিকাংশ প্রতিযোগী বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়টি ফুটিয়ে তোলে। বেলা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।