প্রকাশিত: 30/01/2020
শৈলকূপায় জিকে সেচ প্রকল্পের ওপর নির্মিত দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নিমাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী নতুন বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক ইবাদত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তোবারক হোসেন মোল্যা, মকবুল হোসেন, রুহুল আমিন, খসরু পারভেজ, আনসার আলী, গোলাম মোস্তফা প্রমুখ।
এলাকাবাসি জানায়, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কয়েক মাস আগে এ সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দু’পাশে লাল পতাকা ও সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সেতুটি দ্রুত পুনর্র্নিমাণ না হলে ভেঙে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।
কাতলাগাড়ী কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। সেতুটি পুনর্নিমাণ না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।