ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে গতকাল রবিবার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

দুপুর ১টায় শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. হায়দার আলী শাহ।

এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়ক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন,

সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, প্রভাষক আনিসুর রহমান, প্রভাষক চন্দনা মন্ডল, প্রভাষক অরুণ কুমার রায়, প্রভাষক মেনহাজুল ইসলাম, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, প্রভাষক মোর্কাধসঢ়;রম হোসেন বিদ্যুৎ প্রমুখ।

শেষে ক্রীড়া প্রতিযোগিতার ১৭টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

আরও পড়ুন

×