প্রকাশিত: 04/02/2020
চীনে ভয়াবহ করোনাভাইরাসের হানায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যাবেড়ে দাড়িয়েছে ৪২৫ জন আক্রান্ত ২০ হাজারেরেও বেশি। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিপর্যয়ের মুখে পড়েছে চীনা অর্থনীতি।
শুধু মানুষের জীবনে নয়, এখন চীনের অর্থনীনিতির জন্যও হুমকি হয়ে দেখা দিয়েছে করোনাভাইরাস। আর চীনের যখন অর্থনীতি হুমকির মুখে, তখন বৈশ্বিক অর্থনীতিও নিরাপদে থাকতে পারছে না।
করোনাভাইরাস নিয়ে চীনের অভিযোগ, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতস্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চায়না নববর্ষের ছুটি শেষে প্রায় দশ দিন পরে লেনদেন শুরু হয়েছে দেশটির শেয়ারবাজারে।
এ সঙ্কটে চীনের আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ক্ষয়ক্ষতি কমাতে দেশের অর্থনীতিতে আরো ২ হাজার ২শ’ কোটি ডলার যোগ করতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।