প্রকাশিত: 06/02/2020
লক্ষীপুরস্থ কমলনগর উপজেলার তথ্য কেন্দ্রের উদ্যোগে আজ সকাল দশটায় কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প( দ্বিতীয় পর্যায় )এর অর্থায়নে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৪০জন ছাত্র ছাত্রী ও তাদের মাদের সমন্বয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহানা ইসলামের সঞ্চালনে ও উপজেলা নির্বাহি অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবা উদ্দিন আহমেদ বাপ্পী , উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ৩ নং চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ এইচ এম আহসান উল্লা হিরন।
আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন সহ বিভিন্ন শ্রেণীর ছাত্র অভিভাবকবৃন্দ ।