চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮ হাজারেরও বেশি

প্রকাশিত: 06/02/2020

নিজস্ব প্রতিবেদন :

চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮ হাজারেরও বেশি

চীনে ভয়াবহ করোনাভাইরাসের হানায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যাবেড়ে দাড়িয়েছে ৫৬৩ জন একদিনেই রেকর্ড সংখ্যক ৭৩ জনের মৃত্যু ঘটেছে ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন আজ বৃহস্পতিবার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৩ জন ।১ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯৪ জন, দেশটিতে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজারেরেও বেশি।

করোনাভাইরাসে নিহত হওয়া অধিকাংশই ভাইরাসটি ছড়িয়ে পড়া চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। এছাড়া চীনের বাইরে অন্তত ২৫টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে আক্রান্ত হয়েছে ১৮০ জন। মারা গেছে হংকং ও ফিলিপাইনের দুই নাগরিক।

এমন পরিস্থিতিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে।ডব্লিউএইচের নেতৃত্বে একটি বহুজাতিক প্রতিনিধি দল ‘খুব শিগগিরই’ চীনে যাচ্ছে বলে সংস্থাটি জানায়।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্ত দেশগুলোকে সহায়তার জন্যর ৬৭৫ মিলিয়ন ডলারের অর্থ তহবিল ঘটনের আহ্বান জানিয়েছেন (ডব্লিওএইচও) সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। 

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন

×