প্রকাশিত: 06/02/2020
অভিশংসন বিচার প্রক্রিয়া থেকে খালাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থাকছেন প্রেসিডেন্ট পদে। গতকাল বুধবার ভোটাভুটির মাধ্যমে প্রিসিডেন্ট থেকে না সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে ঐ বিচার প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেয়া না দেয়ার বিষয়ে ভোট দেন সেনেটররা।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার পদচ্যুতির বিষয়ে ৫২-৪৮ ভোটে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কংগ্রেসের কাজে বাধা প্রদানের অভিযোগে প্রেসিডেন্টের পদ হারানোর সম্ভাবনা খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।
এ নির্বাচনে ট্রাম্প হেরে গেলে তাকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হতো। এর আগে গত ডিসেম্বরে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।