ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।আজ দুপুরে সদর উপজেলার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা হলেও বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সবুজসহ ৪ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হোসেন মারা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।।

 

আরও পড়ুন

×