ফুলবাড়ীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ফুলবাড়ীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বাজারে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 
খয়েরবাড়ী বাজারস্থ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট মেসার্স খাজা এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ডাচ্-বাংলা ব্যাংকের এভিপি রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মাহবুব হোসেন ও এরিয়া ম্যানেজার সাখাওয়াৎ হোসেন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের খয়েরবাড়ী শাখা এজেন্ট মেসার্স খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও খয়েরবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও খয়েরবাড়ী বাজার কমিটির সভাপতি মো. এনামুল হক, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মাস্টার প্রমুখ।

আরও পড়ুন

×