মুজিব বর্ষ উপলক্ষে ফুলবাড়ীতে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

মুজিব বর্ষ উপলক্ষে ফুলবাড়ীতে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে আয়োজিত কম্বল বিরতণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ মেট্রোপলিস্ধসঢ়; আইডিয়াল ‘ল’ কলেজ শাখা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান জনি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।

এতে স্বাগত বক্তব্য রাখেন রন ঢাকাস্থ মেট্রোপলিস্ধসঢ়; আইডিয়াল ‘ল’ কলেজ শাখা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মায়মুন খাতুন মনি, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, কার্যকরী সদস্য দিনা ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার নীল, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন অন্তর, শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান বাবু, যূগ্ম আহবায়ক প্লাবন শুভ প্রমুখ। শেষে শতাধিক দুস্থ্যের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন

×