শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২তম আবির্ভাব স্মরন মহোৎসব উদযাপিত !

শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২তম আবির্ভাব স্মরন মহোৎসব উদযাপিত !

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব উপলক্ষ্যে ১৩ ও ১৪ ফেব্রুয়ারী রোজ বৃৃহস্পতি ও শুক্রবার শ্রী শ্রী ঠাকুর পূজা ,দীক্ষা প্রদান ,ভক্তি সংগীতাঞ্জলী ,লীলা কীর্তন ,মহতি ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্টিত হয় !দুইদিন ব্যাপি উৎসবে ১৩ ফেব্রুয়ারী শ্রী শ্রী ঠাকুর পূজা ,বিশ্ব মঙ্গল কামনায় প্রার্থনা ,সাংস্কৃতিক অনুষ্টান এবং লীলাকীর্তন অনুষ্টিত হয় !সন্ধ্যা প্রার্থনার পরই অনুষ্টিত হয় মহতি ধর্মসভা !শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় শান্তিনিকেতন সৎসঙ্গের প্রধান উপদেষ্টা শ্রী গৌরাঙ্গ মোহন দে মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ হিসাব নিরিক্ষক লায়ন শ্রী অনিমেশ রায় চৌধুরী !প্রধান আলোচক ছিলেন সহ প্রতি শ্রী দোলন কুমার দে !মহান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের উপদেষ্টা শ্রী রাজীব সিংহ মহোদয় ,সহ হিসাব নিরিক্ষক শ্রী ত্রিদীপ দাশ ,অপুর্ব মন্ডল ,সৎসঙ্গ সভাপতি শ্রী বিকাশ দে ভুমিদাতা ,শ্রী রঘুনাথ দে ,শ্রী সুজন দেব ,সুজন দত্ত ,শ্রী দিপেন বৈদ্য প্রমুখ !স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক শ্রী আশুতোষ দে !সংগীত পরিবেশন করেন শ্রী রাজীব সাহা ,শ্রী টিটু দত্ত ,কানঞ্জয় দে ,রাতুল দাশ নিপুল ,পুষ্পিতা দাশ পূজা ,বৃষ্টি দে প্রমুখ !১৪ ফেব্রুয়ারী রোজ শুক্রবার ব্রাক্ষ্ম মুহুর্তে নাম সংকীর্তন শুরু হয় ,নাম সুধা পরিবেশনায় ছিলেন জয় রাধে অষ্টসখী সম্প্রদায় ফিরোজপুর ,শ্রী কৃৃঞ্চ উদয়ন সম্প্রদায় চট্টগ্রাম ,ব্রজের মাধুরী সম্প্রদায় গোপালগঞ্জ ,বন্ধু সুন্দর সম্প্রদায় ফটিকছড়ি !দুইদিন ব্যাপি উৎসবে বিপুল ভক্তের সমাগম হয় এবং আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহন করেন এবং অনেকে শ্রী শ্রী ঠাকুরের সৎনামে সদদীক্ষা গ্রহন করেন !

আরও পড়ুন

×