প্রকাশিত: 15/02/2020
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ মাবুদ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দিনগত রাতে উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। মাবুদ মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের দোলন মিয়ার ছেলে।র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে র্যাব মহেশপুরের শ্যামকুড়ে অভিযান চালায়। সে সময় ১০২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইলসহ মাবুদ কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।