সিলেটের বিশ্বনাথস্থ মোহাম্মদ পুরে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও সংকীর্তন চলছে

প্রকাশিত: 15/02/2020

মিজানুর রহমান মিজান

সিলেটের বিশ্বনাথস্থ মোহাম্মদ পুরে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও সংকীর্তন চলছে

মিজানুর রহমান মিজান, সিলেট থেকে:: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাস্থ খাজাঞ্চি ইউনিয়নের মোহাম্মদ পুর প্রকাশিত মাওন পুর গ্রামস্থ শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়ায় বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৫টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়ে রোববার (১৬ফেব্রুয়ারী) সকাল দশটায় দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে সম্পন্ন হবে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী)ভ্রাক্ষমুহুর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশিত হচেছ।দুপুর ২টা থেকে শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ। মহানাম ও লীলা সংকীর্ত্তনে কীর্ত্তন পরিবেশন করছেন শ্রীযুক্ত মিন্টু সরকার (শ্রীশ্রী কানুপ্রিয়া সম্প্রদায, দিরাই-সুনামগঞ্জ), শ্রীযুক্ত রুপম ধর (শ্রীশ্রী গোপাল সংঘ, বালাগঞ্জ-সিলেট), শ্রীযুক্ত মুক্তপদ দাস (হরিভক্ত সম্প্রদায়, দিরাই-সুনামগঞ্জ), শ্রীযুক্ত হরিমন দাস ( ছোট হরিমন, শ্রীশ্রী বৈষ্ঞব সংঘ, কানাইঘাট-সিলেট)।অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগৌবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন সুষ্ঠু , সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের সকল দপ্তরসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দের পক্ষে শ্রীযুক্ত সনাতন দাস বৈষ্ঞব।

আরও পড়ুন

×