প্রকাশিত: 19/02/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, সদস্য কাউন্সিলন আব্দুল জব্বার মাসুদ, দাতা সদস্য প্রভাষক খুরশিদ আলম নাদিম, অভিভাবক সদস্য ফরিদা ইয়াসমিন দুলালী, অভিভাবক সদস্য হাসনা হেনা হাসু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জুয়েল, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, শিক্ষক প্রতিনিধি অনুপ সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
শেষে বিকাল সাড়ে ৩টায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।