প্রকাশিত: 19/02/2020
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল বুধবার বিকেলে বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার সমাপণী খেলায় বিজিবি রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ন এবং যশোর রিজিয়ন রানার্স আপ হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় এবং বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আয়োজনে গত ১৬ ফেব্রæয়ারী থেকে গতকাল বুধবার পর্যন্ত অনুষ্ঠিত বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার খেলায় বিজিবি’র ৫টি রিজিয়ন অংশ নেয়। এতে
খেলায় বিজিবি’র ৫টি রিজিয়ন অংশ নেয়।
এতে ৮টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৭টি তা¤্র পদক পেয়ে বিজিবি রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সাথে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ১টি তা¤্র পদক পেয়ে যশোর রিজিয়ন রানার্স আপ হয়েছে। এ ছাড়াও প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের সুমন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং একই রিজিয়নের মাসুদ শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি উত্তর পশ্চিম রংপুরের রিজিয়ন কমান্ডার ও রংপুর রিজিয়ন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক, এনডিসি, পিএসসি আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও রানার্স আপ দলের আধিনায়কদ্বয়ের হাতে ট্রপি ও ম্যাডেল তুলে দেন। একই সাথে শ্রেষ্ঠ খেলোয়ারদের হাতে ম্যাডেল তুলে দেন প্রধান অতিথি। এ সময় বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জহিরুল হক খাঁন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ, এসজিপি, বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক (বিপিজিএম বার),
দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম রেজা, সিনিয়র মেডিকেল অফিসার লে. কর্নেল মো. সাইফুল ইসলামসহ সর্বস্তরের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও খেলায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরের খেলার মাঠে চারদিন ব্যাপী এ্যাথলেটিকস প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শেষে গতকাল বুধবার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। বিজিবি ৫টি রিজিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী রিজিয়নগুলো হচ্ছে যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন, সড়াইল উত্তর-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন ও কক্সবাজার রিজিয়ন।