কমলনগরের নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কমলনগরের নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের সঙ্গে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক (নয়া দিগন্ত), বেলাল হোসেন জুয়েল (সমকাল), সভাপতি এমএ মজিদ (ইত্তেফাক), সিনিয়র সহসভাপতি কাজী মুহাম্মদ ইউনুছ (ইনকিলাব), সহসভাপতি মুছাকালিমুল্লাহ (আমাদের সময়), সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু (মানবজমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমানত উল্যাহ (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ধনু (দিনকাল), অর্থবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বিএসসি (দৈনিক খবর), প্রচার সম্পাদক শাহরিয়ার কামাল (যায়যায়দিন), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (এশিয়ান এইজ), নির্বাহী সদস্য মাকছুদুর রহমান (ভোরের ডাক) ও আবছার উদ্দিন রাসেলসহ (স্বদেশ প্রতিদিন) কমলনগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন।

তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে তারা জানেন কোথায় কী হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা ইউএনও’র প্রধান দায়িত্ব।

সমাজের নানা অনিয়ম ও বিধিবহির্ভূত কর্মকা-সহ আইনশৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়। তাই সুষ্ঠুভাবে দায়িত্বপালন করার স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

আর এ সহযোগিতা পেলে সুষ্ঠুভাবে দায়িত্বপালনের পাশাপাশি আমি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াসহ কমলনগরবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে তুলতে পারবো।’

এ সময় উপস্থিত সাংবাদিকরা কমলনগরের উন্নয়নে ইউএনওকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বদলি হওয়ার পর মোহাম্মদ মোবারক হোসেন মঙ্গলবার ইউএনও’র দায়িত্ব নেন। এর আগে তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×