প্রকাশিত: 20/02/2020
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে শিক্ষক-শিক্ষিকাসহ শিশু শিক্ষার্থীরা।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া।
মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ও দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।