প্রকাশিত: 20/02/2020
লক্ষ্মীপুরের কমলনগরে তিন কৃষকের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা গরু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার দিবাগত রাতে পাটওয়ারির হাট ইউনিয়নের মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন নুর উদ্দিন বেপারী, মো. কামাল ও হারুন।
এদের মধ্যে নুর উদ্দিন বেপারীর ২টি অন্যদের ১টি করে গরু চুরি হয়। কৃষকরা জানান, রাতে সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে তাদের দুইটি গাভী ও দুইট বলদ নিয়ে যায়।
এতে তাদের অন্তত ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, কৃষকদের বাড়ি নদী সংলগ্ন; চোরের দল গরু চুরি করে নদী পথে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। চোর ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।