হরিপুরে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা

হরিপুরে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা

অমর ২১শে ফেব্রুয়ারি আজ। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার সূর্যসন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের শহীদ মিনারগুলোতে জনতার ঢল নেমেছে। মায়ের ভাষার অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে পাকিন্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হরিপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, হরিপুর প্রেসকাব ও হরিপুর রিপোর্টার ইউনিটসহ সর্বস্তরের জনগণ। রাত ১২টার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ ভিড় করেন উপজেলা শহীদ মিনার চত্ত¡রে। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন ছাড়াও ছাত্র, যুব, নারী, শ্রমিক, শিশু-কিশোর সংগঠনসহ শত শত মানুষ সারিবদ্ধভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করতে থাকেন ভাষাশহীদের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানান। অমর একুশে ২০২০ ও গায়ে বর্ণমালা সম্বলিত জামা, কালো ব্যাজ বা কালো জামা পরে একুশের আবহে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। শহীদ বেদিসহ পুরো চত্বরই রাঙানো হয়েছে রক্তের লাল রঙে। শহীদ মিনার প্রাঙ্গনজুড়ে আঁকা হয়েছে আল্পনা। দেয়ালে দেয়ালে শোভা পেয়েছে বায়ান্ন থেকে একাত্তরের বিভিন্ন প্রোপটের চিত্র। শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো এলাকা জুড়ে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

আরও পড়ুন

×