প্রকাশিত: 22/02/2020
সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়িখাল নামক স্থানে এঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে আনুমানিক সাড়ে তিনটায় ১০/১২ জনের একটি ডাকাতদল বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে একজন মোটরসাইকেল আরোহী টহলরত পুলিশকে অবহিত করেন। খরব পেয়ে পুলিশ তাৎক্ষনিক ডাকাত দলকে প্রতিহত করার লক্ষে বিশ্বনাথ থানার ওসি-সহ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। গুলাগুলির এক পর্যায়ে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এদিকে পুলিশের পক্ষে আহত হন এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস। ডাকাতদের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন নিহত ডাকাতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।