বিশ্বনাথে পুলিশের গুলিতে ডাকাত নিহত

বিশ্বনাথে পুলিশের গুলিতে ডাকাত নিহত

সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়িখাল নামক স্থানে এঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে আনুমানিক সাড়ে তিনটায় ১০/১২ জনের একটি ডাকাতদল বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে একজন মোটরসাইকেল আরোহী টহলরত পুলিশকে অবহিত করেন। খরব পেয়ে পুলিশ তাৎক্ষনিক ডাকাত দলকে প্রতিহত করার লক্ষে বিশ্বনাথ থানার ওসি-সহ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। গুলাগুলির এক পর‌্যায়ে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এদিকে পুলিশের পক্ষে আহত হন এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস। ডাকাতদের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন নিহত ডাকাতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×