সহ প্রতি ঋত্বিক শ্রী ঋদ্ধিমান বিশ্বাস টুলুর মৃত্যূতে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের শোক বার্তা

সহ প্রতি ঋত্বিক শ্রী ঋদ্ধিমান বিশ্বাস টুলুর মৃত্যূতে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের শোক বার্তা

পরমতীর্থ হিমাইতপুর ধামের সহ প্রতি রিদ্ধিমান বিশ্বাস টুলু গত ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন !(দিব্যান লোকান স্বগচ্চতু )!তিনি দীর্ঘদিন পরমতীর্থ হিমাইতপুর ধামে থেকে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ প্রচারে রত ছিলেন !সীতাকুন্ড থেকে ইষ্টকাজ শেষে আমবাগানস্থ এক গুরুভ্রাতার বাড়িতে অবস্থান করলে হঠাৎ খারাপ লাগলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃৃত্যু ঘোষনা করেন !

খবর পেয়ে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক লায়ন শ্রী শংকর সেন গুপ্ত মহোদয়ের নেতৃৃত্বে প্রতিনিধি দল গিয়ে শ্রদ্ধেয় দাদার মৃত্যুতে গভীর শোক বার্তা জানান !

প্রতীথ যশা গুনী ব্যাক্তিত্বের মৃত্যুতে সৎসঙ্গজগতে শোকের ছায়া নেমে আসে !তিনি মৃত্যুকালে ছেলে মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ভক্তস্বজন রেখে যান !

তাঁর মৃত্যুতে পরমতীর্থ হিমাইতপুর ধাম ,চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ,রাঙ্গুনিয়া উপজেলা সৎসঙ্গ ,শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রম ,শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্স ,উত্তর রাঙ্গুনিয়া সৎসঙ্গ ,করেঙ্গাতলী সৎসঙ্গ ,মারিশ্যা সৎসঙ্গ শাখা সহ অনেক সৎসঙ্গ শাখার পক্ষ থেকে শোক বার্তা জানান !

আরও পড়ুন

×