প্রকাশিত: 24/02/2020
সারাদেশেরর মতো রাঙ্গুনিয়া উপজেলার ১৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয় ! জাতীয় সংসদ নির্বাচনের মতো নির্বাচন কমিশন,প্রিজাইডিং অফিসার ,পোলিং এজেন্ট ,ভোটার ,ব্যালট বাক্স ,ব্যালট পেপার ,ভোটার প্রার্থী সবই আছে এই নির্বাচনে !
গত ২৩ ফেব্রুয়ারী শনিবার সারাদিন ব্যাপী নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার প্রায় ১৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয় বলে জানান শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ নন্দী মহোদয় !
নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থীরা অংশগ্রহন করেন বলে জানান ব্রক্ষ্মোত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জীব সাহা মহোদয় ব্রক্ষ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং সংগীত শিল্পী রাতুল বৈদ্য বলেন ,নির্বাচন ছিলো একটি উৎসবমুখর পরিবেশের !
যেমন ছিলো ভোটারদের ইচ্ছে মতো প্রার্থীকে ভোট দেয়ার দৃশ্য ,তেমন দেখার মতো ছিলো প্রার্থীদের জনে জনে ভোট প্রার্থনা করা !
সবই মিলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ছাত্র ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা ,অভিভাবক সহ সকল মহলে প্রশংসিত হয় বলে জানান রাঙ্গুনিয়া উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জিসা চাকমা !