রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত ,মানবতার আর এক নাম !

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত ,মানবতার আর এক নাম !

জীবনে চলার পথে অনেক কষ্ট সহ্য করে আজকে আমি এই জায়গায় দাড়িয়েছি ! আমি প্রতিটি পদক্ষেপে ,প্রতিটি পথচলায় বুঝেছি পরমেশ্বর ভগবান যদি কৃৃপা করেন ,তাহলে যত বিপদই আসুক না কেন কোন বিপদ কোন কষ্টকেই কষ্ট বলে মনে হবেনা !

প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথা গুলো বললেন চট্টগ্রামের বিশিষ্ট গীতা ও চন্ডীপাঠক ,রাঙ্গুনিয়া উপজেলার মানবতার সংগঠন ,রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত !

১৯৮২ সালে শান্তিনিকেতন গ্রামে এই গুনী শিল্পীর জন্ম হয় ! বাবা শ্রী প্রবীন দত্ত ছিলেন একজন কৃৃষক এবং মা শ্রীমতি শোভা রানী দত্ত  একজন গৃৃহিনী ছিলেন !দুই ভাই এক বোনের মধ্যে তিনিই বড় !

তাঁর ছাত্র জীবন কাটে প্রথমে শান্তিনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে !তারপর পর্যায়ক্রমে রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গুনিয়া কলেজে অধ্যায়ন রত ছিলেন !তাঁর ছাত্রজীবন ছিল খুবই কষ্টের ,নিজে টিউশন করে সংসারেও দিতে হতো এবং নিজের লেখাপড়াও চালিয়ে যেত !

শত কষ্টের ভিতর থেকেও তাকে দমিয়ে রাখতে পারেনি কেউ ! ধর্মীয় শিক্ষা শ্রীমদ্ভগবদগীতা অধ্যয়ন করেন প্রথমে শান্তিনিকেতন শ্রীকৃঞ্চ উদয়ন মন্দিরে !পরবর্তীতে শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রক্ষ্মচারীর নিকট তিনি নানা শাস্ত্র এবং  শ্রীমদ্ভগবদ গীতা শিক্ষা অধ্যয়ন করেন !

তিনি রাঙ্গুনিয়া ,রাউজান !কাপ্তাই মিলে অসংখ্য গীতা বিদ্যাপীঠ স্থাপন করে প্রায় ৩০০০ অধিক শিক্ষার্থীকে গীতা শিক্ষা দান করেন !যারা আজ বিভিন্ন জায়গায় গীতা পাঠ করে সুনাম অর্জন করেছেন !

২০১৫ সালে সামাজিক দায়বদ্ধতায় তিনি প্রতিষ্টা করেন মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ !শুরু হওয়ার পর থেকে এই সংগঠন থেকে প্রায় ২০০০ জনকে শ্রীমদ্ভগদগীতা সামগ্রী ,শিক্ষা উপকরন ছাত্র বৃত্তি দান করেন সর্বস্তরের সহযোগীতায় !

জগৎপুর অনাথ আশ্রমে অনাথদের আহারের যোগান দিয়েছেন !কন্যাদায়গ্রস্থ পিতার পাশে দাড়িয়েছেন ! অসহায় রোগীকে চিকিৎসাার্থে ঔষধ ,পথ্য ,জরুরী ভিত্তিতে রক্ত লাগলে রক্ত দান করেছেন !

আগামী মার্চ ২০২০ থেকে তিন উপজেলায় আবার প্রায় ২৫০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরন করবেন বলে জানান রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত !

সাংসারিক জীবনে তিনি প্রিয়াংকা দত্তকে বিবাহ করেন ! তিন কন্যা এবং এক পুত্র সন্তানের জনক তিনি ! রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের পরিবেশনায় চট্টলা সহ বিভিন্ন জেলায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করে তিনি সকলের প্রশংসা অর্জন করেছেন !

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের কাজ কে আরও ত্বরান্বিত করতে  সকলের একান্ত সহযোগিতা এবং আশির্বাদ প্রার্থনা করেছেন বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত !

আরও পড়ুন

×