রাঙ্গুনিয়া সরকারি কলেজে বসন্ত বরন উৎসব উদযাপিত

রাঙ্গুনিয়া সরকারি কলেজে বসন্ত বরন উৎসব উদযাপিত

মনোমুগ্ধকর পরিবেশে রাঙ্গুনিয়া সরকারি কলেজে গত ২৪ ফেব্রুয়ারী সোমবার বসন্ত বরন উৎসব উপলক্ষ্যে পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় !

সারাদিন ব্যাপী অনুষ্টান মালার মধ্যে ৫ টি স্টলে পিঠা উৎসব অনুষ্টিত হয় !

পিঠা উৎসবে ইলিশ পিঠা ,মাংস পিঠা ,নকশী পিঠা ,সাজ পিঠা ,মাছ পিঠা ,জিলাপী পিঠা ,বকুল পিঠা ,গোলাপ পিঠা ,ফুল পিঠাসহ প্রায় ৪০ রকমের পিঠার স্বাদ গ্রহন করে আগত অতিথি বৃন্দ ! রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান হুমায়রা রওশন ও উদ্ভিদ বিভাগের প্রভাষক সাবিত্রী দাস পুরো উৎসবের তত্ত্বাবধান করেন !

সারাদিন ব্যাপী উৎসবে আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন ,অধ্যাপক সৌমিত্র বড়ুয়া ,সৈয়দ মেজবাহ উদ্দিন আহম্মদ ,আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী ,মুর্তজা মোরশেদুল আনোয়ার ,জিনাত জাহান ,বিশ্বজিত রায় চৌধুরী ,ডঃ মুহাম্মদ আব্দুল মাবুদ ,জয়নাল আবেদিন ,জাহিদুল প্রমুখ ! পরে রাঙ্গুনিয়া সংগীত জগতের উজ্বল নক্ষত্র বিশিষ্ট কন্ঠশিল্পী রাতুল বৈদ্যের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় !

আরও পড়ুন

×