প্রকাশিত: 25/02/2020
মনোমুগ্ধকর পরিবেশে রাঙ্গুনিয়া সরকারি কলেজে গত ২৪ ফেব্রুয়ারী সোমবার বসন্ত বরন উৎসব উপলক্ষ্যে পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় !
সারাদিন ব্যাপী অনুষ্টান মালার মধ্যে ৫ টি স্টলে পিঠা উৎসব অনুষ্টিত হয় !
পিঠা উৎসবে ইলিশ পিঠা ,মাংস পিঠা ,নকশী পিঠা ,সাজ পিঠা ,মাছ পিঠা ,জিলাপী পিঠা ,বকুল পিঠা ,গোলাপ পিঠা ,ফুল পিঠাসহ প্রায় ৪০ রকমের পিঠার স্বাদ গ্রহন করে আগত অতিথি বৃন্দ ! রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান হুমায়রা রওশন ও উদ্ভিদ বিভাগের প্রভাষক সাবিত্রী দাস পুরো উৎসবের তত্ত্বাবধান করেন !
সারাদিন ব্যাপী উৎসবে আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন ,অধ্যাপক সৌমিত্র বড়ুয়া ,সৈয়দ মেজবাহ উদ্দিন আহম্মদ ,আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী ,মুর্তজা মোরশেদুল আনোয়ার ,জিনাত জাহান ,বিশ্বজিত রায় চৌধুরী ,ডঃ মুহাম্মদ আব্দুল মাবুদ ,জয়নাল আবেদিন ,জাহিদুল প্রমুখ ! পরে রাঙ্গুনিয়া সংগীত জগতের উজ্বল নক্ষত্র বিশিষ্ট কন্ঠশিল্পী রাতুল বৈদ্যের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় !