প্রকাশিত: 25/02/2020
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তাল ভারত। গতকাল মঙ্গলবার সকাল থেকে ফের উত্তাল দিল্লি। ইতোমধ্যে ১ পুলিশ কনস্টেবলসহ ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক।
জাফরাবাদ, মৌজপুর, বাবারপুর, গোকুলপুরি, ও জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এছাড়া দিল্লির আরও ১০ জায়াগায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে, এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা অব্যাহত রযেছে।