ফুলবাড়ীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ

ফুলবাড়ীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 দুপুর ১২টায় উপজেলার খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পরিদর্শক (এসআই) কমল কিশোর ঘোষ, পরিদর্শক (এসআই) কমল রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক নাজমা ইয়াসমিন, খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
একইভাবে দুপুর ২টায় খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত সমাবেশে মাদ্রাসার সহকারী শিক্ষক ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক ও দৌলতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সহকারী শিক্ষক আরিফুর রহমান প্রমুখ।
এতে বিভিন্ন শ্রেণি ও পেশার সুধীজন, গণমাধ্যমকর্মীসহ দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×