ফুলবাড়ী শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও মা সমাবেশ

ফুলবাড়ী শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও মা সমাবেশ

দিনাজপুরের ফুলবাড়ী শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলে গতকাল শুক্রবার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠান ও মা সমাবেশে বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা পত্রিকার সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সোহেল রানা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, ফুলবাড়ী শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মালা, ববিতা আকতার, পূর্ণিমা খাতুন, শারমিন আক্তার প্রমুখ। শেষে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। 
 

আরও পড়ুন

×