প্রকাশিত: 28/02/2020
অপরাধ দমনে আপনার ওসি,আপনার আঙ্গিনায় এই শ্লোগানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার দুধসর চরপাড়া মসজিদ মোড়ে এ সমাবেশের আয়োজন করে শৈলকুপা থানা পুলিশ। সমাবেশে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান পুলিশ জনতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, ভীতি হ্রাস, তথ্য প্রদান, বাল্য বিবাহ ও আত্মহত্যার কুফল, নারী ও শিশু বিষয়ক অপরাধ দমন, ইভটিজিং, মাদকের কুফল, সামাজিক অবক্ষয় রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, মোবাইল ফোনের ব্যবহার, দাগী অপরাধী সনাক্তকরন, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন থানার তদন্ত ওসি মহসীন হোসেন,ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শাহাবুদ্দিন ,দুধসর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোয়ার হোসেন, ইউপি সদস্য তাইজুদ্দিন তাজু,ভাটই বাজার কমিটির সভাপতি বাদশা আলমগীর,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।