পটিয়ায় পূর্ব কোলাগাঁও সৎসঙ্গ শাখার উদ্যেগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উৎসব উদযাপিত

পটিয়ায় পূর্ব কোলাগাঁও সৎসঙ্গ শাখার উদ্যেগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উৎসব উদযাপিত

গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারী রোজ বৃৃহস্পতি ও শুক্রবার পটিয়াস্থ পূর্ব কোলাগাঁও সৎসঙ্গ শাখার উদ্যেগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব উপলক্ষ্যে দুইদিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর পূজা ,দীক্ষা দান ,সাংস্কৃতিক অনুষ্টান ,মহতী ধর্মসভা ও শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবন ভিত্তিক লীলাকীর্তন অনুষ্টিত হয় !২৭ ফেব্রুয়ারী সারাদিন ব্যাপী অনুষ্টান মালায় সন্ধ্যা ৭ ঘটিকায় মহতি ধর্মসভা অনুষ্টিত হয় !ধর্মসভায় আলোচনা রাখেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের উপদেষ্টা শ্রী রাজীব সিংহ ,চট্টগ্রাম জেলা সৎসঙ্গের যুগ্ন সম্পাদক শ্রী প্রিয়তোষ চৌধুরী ,সহ সম্পাদক শ্রী অমল দাশ ,সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু চক্রবর্তী ,শ্রী বিপ্লব সুশীল বাপ্পী , নন্দন দত্ত ,সহ হিসাব নিরিক্ষক শ্রী ত্রিদীপ দাশ ,শ্রী নিহার কান্তি দে ,শ্রী প্রকাশ দে কোলাগাঁও সৎসঙ্গ প্রমুখ !

আরও পড়ুন

×