প্রকাশিত: 29/02/2020
রক্তাক্ত দিল্লি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ২৭০ জনের ওপর আহত হয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের বেশিরভাগই ২০-৩০ বছর বয়সী।
দিল্লি পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৪৮টি মামলায় দায়ের করা হয়েছে। তার মধ্যে ২৫টি অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এবং আটক করা হয়েছে ৬৩০ জনকে।
দিল্লি পুলিশ আরো জানান, নিহত ৪৩ জনের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে গুরুতর আঘাতের কারণে। আর ১৩ জনের মৃত্যু হয়েছে গুলি করার কারণে। তবে মৃতদের মধ্যে মাত্র ২৬ জনকে শনাক্ত করা হয়েছে।
এছাড়া দিল্লি পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানোর ব্যাপারে সতর্ক করা হয়েছে। উসকানিমূলক কোনও ভিডিও পোষ্ট এবং শেয়ার দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।