পটিয়ার কেচিয়া পাড়া সৎসঙ্গ মন্দিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎস

পটিয়ার কেচিয়া পাড়া সৎসঙ্গ মন্দিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎস

পটিয়ার কেচিয়া পাড়া সৎসঙ্গ মন্দিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসবে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কর্মকর্তাবৃন্দ ।

বর্ষিয়ান ঋত্বিক দেবতা প্রয়াত শ্রী মৃদুল কান্তি চক্রবর্তী মহোদয়ের হাতে গড়া সৎসঙ্গ মন্দির দক্ষীন ভুর্ষি এলাকাস্থ কেচিয়াপাড়া সৎসঙ্গ শাখার উদ্যেগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতি ও শুক্রবার দুই দিন মহা সারম্ভরে উদযাপিত হয় ।

দুই দিন ব্যাপি উৎসবের ২৭ ফেব্রুয়ারী বৃৃহস্পতিবার সন্ধ্যা প্রার্থনার পরে মঙ্গল প্রদীপ সহকারে শোভাযাত্রা অনুষ্টিত হয় । পরে যুব ও মাতৃসন্মেলন অনুষ্টিত হয় ।

২৮ ফেব্রুয়ারী সারাদিন ব্যাপী অনুষ্টান মালায় ভোরে প্রাতঃকালীন বিনতী প্রার্থনা ,শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষনা ,ঋত্বিক সন্মেলন এবং  মহতি ধর্ম সন্মেলন অনুষ্টিত হয় ।

ধর্মসভায়  সম্মানিত অতিথি হিসেবে আলোচনা রাখেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সন্মানিত সভাপতি প্রতি ঋত্বিক শ্রী সুধীর রঞ্জন চৌধুরী মহোদয় ,সাধারন সম্পাদক লায়ন শ্রী শংকর সেন গুপ্ত মহোদয় ,সহ সস্পাদক শ্রী অমল দাশ ,সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু চক্রবর্তী , উজ্বল দত্ত ,শ্রী ত্রিদীপ  দাশ ,শ্রী মতি জয়া বল তপু ,শ্রীমতি ঝিনু রানী দে ,শ্রী সজল দত্ত ,সহ প্রতি ঋত্বিক শ্রী বিপুল মিত্র ,শ্রী শিবু চৌধুরী ,শ্রী তপন দে ,শ্রী উত্তম দে জয় ,শ্রী রুপক দে প্রমুখ ।

পরে শ্রী শ্রী ঠাকুরের আদর্শে পাল্টা কীর্তনের আয়োজন করা হয় । দুইদিন ব্যাপী উৎসবে বিপুল ভক্তের সমাগম হয় । সকলে আনন্দবাজারে প্রসাদ গ্রহন করেন । অনেকে সৎনামে দীক্ষা গ্রহন করেন ।

আরও পড়ুন

×