প্রকাশিত: 29/02/2020
চন্দনাইশের পশ্চিম হারলা সৎসঙ্গ মন্দিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব উদযাপিত ।
গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারী ,রোজ বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্তর্গত সুচিয়াস্থ পশ্চিম হারলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম আবির্ভাব স্মরন মহোৎসব মহাসারম্ভরে উদযাপিত হয় ।
দুইদিন ব্যাপী উৎসবের মধ্যে ,বিনতী প্রার্থনা ,শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষনা ,শ্রী শ্রী ঠাকুর পূজা ,সদদীক্ষা দান ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান এবং মহতি ধর্মসভা অনুষ্টিত হয় ।
মহতি ধর্মসভায় পরম প্রেমময়ে দিব্যজীবনের আলোকে আলোচনা করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যকরী পরিষদের সহ সম্পাদক শ্রী অমল দাশ ,সন্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু চক্রবর্তী ,সহ সাংগঠনিক সম্পাদক শ্রী প্রিয়তোষ সরকার রাসু ,সহ হিসাব নিরিক্ষক শ্রী ত্রিদীপ দাশ ,সহ সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট কন্ঠশিল্পী শ্রী দোলন দাশ ,চট্টগ্রাম জেলা সৎসঙ্গের অন্যতম কর্মকর্তা শ্রী নিহার কান্তি দে প্রমুখ ।
উৎসবে বিশিষ্ট কন্ঠশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় । দুইদিন ব্যাপী উৎসবে বিপুল ভক্তের সমাগম হয় !অনেকে সৎনামে সদদীক্ষা গ্রহন করেন এবং আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহন করেন ।