প্রকাশিত: 01/03/2020
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মানিক রতন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের রংপুর জোনের এরিয়া ব্যবস্থাপক এমএ কাইয়ুম, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক কামরুজ্জামান, পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক লোকমান হোসেন, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক আমিনুর রহমান, ফারিস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক নবিউল ইসলাম, মেঘলা লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক শামীম কবির, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক আনিসুর রহমান প্রমুখ।