প্রকাশিত: 01/03/2020
আজ (রবিবার )লক্ষ্মীপুরের কমলনগরে ‘‘বীমা দিবসে শপথ করি,উন্নত দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়। কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০ টায় হাজীর হাট বাজারের দক্ষিন প্রান্ত থেকেএকটি বর্ণাঢ র্যালীবের হয়ে উপজেলা প্রশাসনিক ভবনের চত্বরে এসে শেষ হয়ে। এতে উপজেলা চেয়ারম্যান মেজবা উদ্দিন আহমেদ বাপ্পি,উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার কর্মিসহ বিভিন্ন বীমা অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করে। র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানী উপজেলা চত্বরে স্টল বসান।স্টল গুলি হচ্ছে প্রগতি লাইফ ইনস্যুওরেন্স কো:লি:,প্রগ্রেসিভ লাইফ ইনস্যুওরেন্স কো:লি:,ন্যাশেনাল লাইফ ইনস্যুরেন্স কো:লি: ,ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের।