ডিমলায় পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্টিত

ডিমলায় পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্টিত

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে জানো প্রকল্পের আয়োজনে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১-মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা অফিসার ডাক্তার সারোয়ার আলম।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যদের অংশগ্রহণ মূলক বার্ষিক সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনার খশড়া উপথাপন করেন জানো প্রকল্পের রংপুর বিভাগীয় প্রজেক্ট ম্যানাজার মারুফ আহমেদ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জয়শ্রী রানী রায় পুষ্টি বিষয়ে বাৎসরিক কর্ম-পরিকল্পনা তৈরীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এই পরিকল্পনাকে ডিমলা উপজেলার মানুষের পুষ্টির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপযোগি করে আরো সমৃদ্ধ করার নানা দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, সাংবাদি জাহাঙ্গীর আলম রেজা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

আরও পড়ুন

×