রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও বীমা মেলা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি উপজেলা প্রশাসন প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা।

চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার মীর জোবাইদুল ইসলাম রনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মোহাম্মদ সেলিম, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর শ্যামল বিশ্বাস, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আজিম উদ্দিন, বীমা কর্মকর্তা শিরিন একরাম, আনোয়ার আজিজ, কলিম আবদুল্লাহ প্রমুখ।

এরআগে বীমা দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে বীমা মেলার ৭টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

আরও পড়ুন

×