প্রকাশিত: 02/03/2020
ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব’ এবাবের এই প্রতিপাদ্যে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২-মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোছা: মাহাবুবা আক্তার বানু। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায় প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে উপজেলার ভোটার হওয়ার যোগ্য সকল জনসাধারণকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে সংশ্লিষ্ট সকল অফিসারের প্রতি আহবান জানান। এর পূর্বে স্বাগত বক্তব্যে নির্বাচন অফিসার বলেন, সারা বছর জুড়ে যে কোন মানুষ ভোটার হতে পারবেন। র্যালী ও আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।