প্রকাশিত: 02/03/2020
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান প্রমুখ।