প্রকাশিত: 02/03/2020
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’- এই প্রতিপাদ্যেকে সমানে রেখে ঝিনাইদহে সোমবার (২ মার্চ) পালিত হয় জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসার। এই কর্মসূচির মধ্যে রয়েছে- বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বও থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসন সরোজ কুমার নাথ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নির্বাচন অফিসার।