প্রকাশিত: 03/03/2020
ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিদেশে যাওয়ার পূর্বে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ স্বাস্থ্য পরীক্ষা, চাকরির চুক্তি পত্র, ভিসা পাওয়া ও ফি পরিশোধ এবং রশিদ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।ইউএনও নাজনীন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক সবিতা রানী মজুমদার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,ইউনিয়নের চেয়ারম্যান, কলেজ শিক্ষক, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা।