সিলেটের বিশ্বনাথে পলো বাওয়া উৎসব হচেছ উদযাপিত

সিলেটের বিশ্বনাথে পলো বাওয়া উৎসব হচেছ উদযাপিত

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাস্থ মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আজ মঙ্গলবার (৩রা মার্চ) ‘মাদাই বিলে’ বার্ষিক পলো বাওয়া বাওয়া উৎসব পালিত হচেছ। উৎসবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের হাজারও সৌখিন মাছ শিকারী অংশ গ্রহণ করেন। সকাল ১০টায় এক সাথে পলো ও জাল নিয়ে জাপিয়ে পড়েন বিলের জলে।িএ সময় পলো দিয়ে বোয়াল, রুই, কাতলা, মাগুর, ঘনিয়া মৃগেল শোলসহ বিভিন্ন জাতের মাছ শিকার করেন শিকারীরা।মাছ শিকারীরা মিলিত হয়ে যখন বিলে ঝাঁপ দেন তখনকার পরিবেশ দেখে মনে হচিছল যেন শিকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে।তাছাড়া বিলের পাড়ে বিভিন্ন ভঙ্গিমায় অবস্থানরত ছিলেন দর্শক সারিতে অগণিত নারী পুরুষ। মাছ শিকারী আফিকুল ইসলাম, কবির মিয়া, আছকির আলী, শামীম আহমদ  বলেন , সবাই মিলে একত্রে মাছ শিকার করার মজা বা আনন্দই আলাদা এবং অনুভুতির থাকে ভিন্নতা বেষ্টিত আমেজ।তারা আরো বলেন, বার্ষিক পলো বাওয়া উৎসবে শুধু মাছ শিকারই নয়। একে অন্যের সাথে দেখা সাক্ষাৎও হয়। বৃদ্ধ মনির মিয়া বলেন, মাদাই বিলে পলো বাওয়া হচেছ যুগ যুগ ধরে প্রাচীন ঐতিহ্যের ধারক-বাহক রুপে। ঐতিহ্যবাহী এ উৎসবকে ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বর্তমান যুব সমাজ। পলো বাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা ও আন্তরিকতা বজায় রাখার আহবান জানান। শিকারী তৈয়ব আলী বলেন, আমি পলো বাওয়া উৎসবে এসে একটি বোয়াল ও একটি মাগুর মাছ শিকার করেছি। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।মাদাই খাল সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, উৎসবকে কেন্দ্র করে এলাকার আবাল-বৃদ্ধ-বণিতার মধ্যে একটি সুসম্পর্ক ও আন্তরিকতার উদ্ভব হয়। প্রতি বছর পলো বাওয়া উৎসবের আয়োজন করি সমিতির মাধ্যমে। এতে সব বয়সী মানুষের অংশ গ্রহণে উৎসব আমেজ বিরাজমান থাকে। 
 

আরও পড়ুন

×